ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

টিকটকে প্রেম: সিলেটের স্কুলছাত্রী পাবনা থেকে উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবার

প্রেমের টানে ঘরছাড়া সিলেটের বিশ্বনাথের এক স্কুলছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৬টায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে পরে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। জানা গেছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের নানাবাড়িতে থেকে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণীতে পড়ুয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা। গত ২৯শে ডিসেম্বর সকালে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাঁর খোঁজ পাননি পরিবার। ব্যবহৃত মুঠোফোনটি তখন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ২রা জানুয়ারি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেন তার মা সাজনা বেগম। এরপর মোহনার খোঁজে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামে তাঁর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা। জানা গেছে, টিকটক করতে গিয়ে ওই ছাত্রীর সাথে পরিচয় ঘটে পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭)। পরিচয় থেকে দু’জনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত ২৯শে ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন স্কুলছাত্রী। তবে, প্রেমিক শামীমের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে মোহনাকে উদ্ধার করলেও শামীমকে আটক করতে পারেনি পাবনা সদর থানা পুলিশ।
নিখোঁজ স্কুলছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status