ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

পুলিশের দাবি

সংখ্যালঘু হামলার ৯৮ শতাংশই রাজনৈতিক

স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি ২০২৫, রবিবার

গত ৪ঠা আগস্ট থেকে ২০শে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের ওপর হওয়া হামলার অধিকাংশই রাজনৈতিক বলে দাবি করেছে পুলিশ। ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে ১ হাজার ৪১৫টি অভিযোগের অনুসন্ধান করে এই তথ্য পেয়েছে সংস্থাটি। বাকি ৩৫৪টির অনুসন্ধান চলছে। পুলিশের অনুসন্ধানে উঠে আসে এসব অভিযোগের ১ হাজার ২৫৪টি অভিযোগের মধ্যে সত্যতা পাওয়া গেছে। বাকি ১৬১টির সত্যতা পাওয়া যায়নি। যার মধ্যে ৯৮ দশমিক ৪ শতাংশ ঘটনাই রাজনৈতিক কারণে ঘটেছে। বাকি ১ দশমিক ৫৯ শতাংশ ঘটনা সামপ্রদায়িক কারণে ঘটেছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে একটি বার্তা দিয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ অভিযোগ করেছে ৪ঠা আগস্ট থেকে ২০শে আগস্ট পর্যন্ত সামপ্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে ২ হাজার ১০টি। কিন্তু এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ এসেছে ১ হাজার ৭৬৯টি। পুলিশের অনুসন্ধান বলছে, ১ হাজার ৪১৫টি অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট স্থান, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রত্যেকটি স্থান পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে ৬২টি মামলা এবং ৯৫১টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে গত বছরের ৫ই আগস্ট একদিনেই ১ হাজার ৪৫২টি ঘটনা ঘটেছে। যা মোট অভিযোগের ৮২ দশমিক ৮ শতাংশ। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। এতে আরও বলা হয়, সামপ্রদায়িক সহিংসতার অন্যান্য অভিযোগ সম্পর্কে পুলিশ জানিয়েছে, ৫ই আগস্ট থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত দেশ জুড়ে পুলিশের কাছে আরও ১৩৪টি সামপ্রদায়িক সহিংসতার অভিযোগ জমা পড়ে। পুলিশ এগুলো গুরুত্বসহকারে তদন্ত করে ৫৩টি মামলা ও ৫৩টি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে এবং ৬৩ জন অপরাধীকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সরকার সব ধর্মীয়, জাতিগত ও সমপ্রদায়ভুক্ত মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সংবিধান ও আইন সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়েছে। অন্তর্বর্তী সরকার ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ-নির্বিশেষে দেশে মানবাধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এদিকে  প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে অভিযোগ গ্রহণের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। সেখানে সংখ্যালঘু সমপ্রদায়ের শিক্ষার্থী প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। পাশাপাশি সংখ্যালঘু সমপ্রদায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status