বাংলারজমিন
ক্ষমা না চাইলে সাংবাদিক জুলকারনাইনের বিরুদ্ধে মামলার হুমকি গউছের
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১২ জানুয়ারি ২০২৫, রবিবারকাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) যদি তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পোস্টটি ৪৮ ঘণ্টার মধ্যে মুছে যদি ক্ষমা প্রার্থনা না করেন তাহলে তার বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি বলেন, প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে আমার, দলের নেতাকর্মী এবং আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি পলাতক স্বৈরাচারের দোসর কিংবা অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে সহজেই অনুমেয়। এমন ফেসবুক পোস্ট আমাকে অপমান, অপদস্ত ও বিরক্ত করার অভিপ্রায়। এ সময় তিনি জুলকার নাইন সায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্টটি ডিলিটসহ তার নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলেও উল্লেখ করেন। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন। এসময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জের পিপি এডভোকেট আব্দুল হাই, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম।