বাংলারজমিন
হরিরামপুরে ইউপি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার
হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
১২ জানুয়ারি ২০২৫, রবিবারমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুল বারেক নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা ও আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ওএমএস ডিলার ছিলেন। পাশাপাশি তিনি নদীতে মাছ ধরতেন। গত ৭ই জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। গতকাল সকালে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে এসে তার লাশ শনাক্ত করেন। আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকদিন আগে নিখোঁজ হন। তার মরদেহ হরিরামপুরে পাওয়া গেছে বলে শুনেছি। হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, বিষয়টি নৌ-পুলিশের অধীনে হওয়ায় তাদের খবর দেয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন। কোতোয়ালি নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বলেন, হরিরামপুর থানা থেকে আমাদের ঘটনা জানানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।