ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবার

লক্ষ্মীপুরে পৃথক স্থানে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুইজন নিহত ও ৯ জন আহত হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজার ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার মির্জাপুর এলাকার মুনছুর মিয়ার ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র পিয়াস আহমেদ (১৮) ও পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন (২৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার মির্জাপুর এলাকার নিজ বাড়ি থেকে কলেজছাত্র পিয়াস আহমেদ ও দুই বন্ধুসহ তিনজন মোটরসাইকেল নিয়ে পালেরহাটের দিকে আসছিলেন। পথে মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতির সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির তিন যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় পিয়াস আহমেদ। অন্য আহত ৫ জনের মধ্যে তিনজনকে সদর ও দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পেয়ারাপুর এলাকায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ফরহাদ হোসেন নামে একজন মারা যায়। অন্য চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, পৃথক দুইটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত ৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সিফাত ও তানভীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন মারা যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status