বাংলারজমিন
শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারঝিনাইদহের শৈলকুপায় হত্যা ও ধর্ষণ মামলার জের ধরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দু’গ্রুপের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছরের ২৪শে জুলাই কাশিনাথপুর গ্রামের স্থানীয় আওয়ামী নেতা সাইফুল ইসলাম রানা আহমেদকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকরা কুপিয়ে হত্যা করে। সেই মামলার আসামিরা জামিনে বাড়ি এসে মামলা তুলে নেয়ার জন্য বাদী সাইফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেয়। অপরদিকে আসামি পক্ষের এক মেয়েকে ধর্ষণের মামলা হয়েছে সাইফুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে রানা হত্যা মামলার বাদী সাইফুল ইসলাম জানান, আসামিরা জামিন হয়ে বাড়ি এসে মামলা তুলে নেয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমি মামলা তুলতে রাজি না হলে আসামি বাবলু খাঁর নেতৃত্বে আসামিরা আমাদের ওপর হামলা ও মারধর করে। এতে আমার বাবাসহ ৭/৮ জন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে মাতব্বর তাজাল খান নামের একজন জানান, সম্প্রতি আমার সমাজের (ছদ্মনাম) খানের মেয়েকে প্রতিবেশী সাব্বির খানসহ তিন যুবক একা পেয়ে পথের মধ্যে ধর্ষণ করে। সেই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। সাইফুল এই মামলা তুলে নেয়ার জন্য আমাদের ওপর বিভিন্নভাবে হুমকি দিয়ে আসে। এ ঘটনার জের ধরেই ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, কাশিনাথপুর গ্রামে সকালে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।