বিশ্বজমিন
নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে মালালা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২১ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/143633_Kaium-7.webp)
প্রায় দুই বছর পর নিজ দেশ পাকিস্তানে এসেছেন শান্তিতে নোবেলজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। একটি নারী শিক্ষাবিষয়ক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শনিবার ইসলামাবাদে পৌঁছেছেন তিনি। নিজ দেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অল্প বয়সে নোবেল পাওয়া এই নারী। দেশের মাটিতে পা রেখেই তিনি বলেন, পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যিই সম্মানিত এবং অভিভূত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ২০১২ সালে নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলার শিকার হন মালালা। এরপর থেকে গত একযুগে মাত্র কেয়কবার পাকিস্তান সফর করেছেন তিনি। ওই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য বৃটেনে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন তিনি। শনিবার মা-বাবার সঙ্গে ইসলামাবাদের কনফারেন্সে আসার পর মালালা বলেন, ‘পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যি সম্মানিত, অভিভূত ও আনন্দিত।’ মুসলিম বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী ওই সম্মেলনে যোগ দিতে মুসলমান-অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা পাকিস্তানে এসেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার সকালে সম্মেলনে ভাষণ দিয়েছেন। স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ওই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে রোববার মালালার বক্তব্য দেয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি আফগানিস্তানে নারীশিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে চান। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েশিশু ও নারীদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যেতে দেয়া হয় না। মেয়েদের জন্য সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিষিদ্ধ। এর আগে ২০২২ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলেন মালালা। সেসময় দেশটিতে বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। সেসময় দক্ষিণ এশিয়ার দেশটিতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যাদুর্গত এলাকাগুলোতে সফর করেন নোবেলজয়ী ওই নারী।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
![Bangladesh Army](advert/static/advert-img/hmd.webp)