ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ঢামেক মর্গে জুলাই গণ-অভ্যুত্থানের ৬ লাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখনো জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছয়টি অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় এমনটা জানানো হয়। 

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অ-শনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং  শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। 

লাশগুলো হলো অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০), এনামুল (২৫)। লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু। একজনের মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট’- ‘উপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।

মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং ক’তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করা হয়নি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

 

পাঠকের মতামত

লাশ গুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মিডিয়াতে প্রচার করুন ।

Mostafijur Rahman Kh
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:৪৯ পূর্বাহ্ন

সকলেই প্রাপ্ত বয়স্ক,সরকারি দপ্তরে সবার ফিঙ্গার প্রিন্ট নিশ্চিত আছে, আশাকরি শীঘ্রই ওরা আপন জনের চোখের জলে বিদায় নিবে।

ইতরস্য ইতর
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:৪৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

Bangladesh Army

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status