ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন, সেক্রেটারি মাহবুব

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে হাসান আল মামুন সভাপতি ও ফকির মাহবুবুল আলম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হাসান আল মামুন গত সেশনে জেলা দক্ষিণ শাখার সভাপতি ছিলেন। তিনি জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামের সন্তান। তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এলএলবি অধ্যয়নরত। অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি ফকির মাহবুবুল আলম গত সেশনে জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি ছিলেন। তার বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামে। তিনি মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় কামিল (মাস্টার্স) অধ্যয়নরত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় কমিটি গঠন কার্যক্রমের সময় কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাফেজ আবু হানিফ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা আ ম ম আবদুল হক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি মাওলানা একেএম আবু ইউসুফ, অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে ২০১২ সেশনে কিশোরগঞ্জ জেলাকে উত্তর ও দক্ষিণ শাখায় বিভক্ত করে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কেন্দ্রীয় সিদ্ধান্তে ২০২৫ সেশন থেকে আবারও উত্তর ও দক্ষিণ শাখাকে একীভূত করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status