ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ফটিকছড়িতে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবার

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মতো ন্যক্কারজনক ঘটনাসহ সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বিকালে নিজ এলাকা ফটিকছড়ির নাজিরহাটে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় আলমগীর বলেন, ফটিকছড়িতে বিএনপি’র নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তারা বিএনপি’র কেউ নয়। তারা অনুপ্রবেশকারী। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, ফটিকছড়ির বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার, কৃষির জমির টপ সয়েল কাটা বিষয়ে প্রশাসনের নীরবতা, ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাবো। সরওয়ার আলমগীর  বলেন, বিএনপি শহীদ  প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের হাতে গড়া দল। এটা গণমানুষের দল। তার পুত্র তারেক রহমানের দলে চাঁদাবাজসহ কোনো অন্যায়কারীর স্থান নাই। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা ফরিদুল আলম, মহিন উদ্দিন আজম তালুকদার, সফিউল আলম, মিঞা মোশরাফুল আনোয়ার মশু, নূরুল আবছার, জিয়াউল ফরহাদ, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, নূরুল আলম, মো. মানিক, মো. একরাম, মো. আফাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মোজাম্মেল হোসেন অভি, আলা উদ্দিন প্রমুখ। 
প্রসঙ্গত, গত জানুয়ারি  ফটিকছড়ির বাগানবাজারে বালু উত্তোলনে বাধা দেয়ায় দুলায়েত হোসেন (৬০) নামের এক কৃষককে হত্যা করে বালু সিন্ডিকেটের এক যুবদল নেতা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status