ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

ভালো আছেন খালেদা জিয়া, আরও নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে বেরোচ্ছেন ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত ৮ই জানুয়ারি বুধবার দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

জাহিদ আরও বলেন, ‘তারেক রহমানসহ ডা. জুবাইদা রহমান, শর্মিলী রহমান ও পরিবারের সকল সদস্য অত্যন্ত যত্নের সঙ্গে বেগম জিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা করে যাচ্ছেন।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ। সেই সঙ্গে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ক্লিনিকে মায়ের খোঁজ খবর নিতে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি গাড়ি থেকে ক্লিনিকের সামনে নেমে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া। প্রথম রাতে তাকে সময় দিয়েছেন বেগম জিয়ার নাতনি ও তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে জাইমা রহমান।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। লন্ডনের ‘দ্যা লন্ডন’ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

পাঠকের মতামত

আল্লাহ উনাকে দ্রত সুস্থ করে দিন। আমিন।

Mohammed Kamal Hossa
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:০৭ পূর্বাহ্ন

মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে গনতন্ত্রের আপোষহীন এই নেত্রী দ্রুত সুস্থ হয়ে দলের ও দেশের হাল ধরুন,এই দোয়া করি।।

সৈয়দ নজরুল হুদা
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status