বিনোদন
ভেঙে গেল চতুর্থ সংসার
বিনোদন ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫, বুধবারভেঙেই গেল পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের চতুর্থ সংসারও। গত ২০শে আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেছেন। ২০০৩ সালে তাদের বাগদান হয়। পরের বছর বাগদান ভেঙে যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর ২০২২ সালে বিয়ে করেন তারা।
বন্যেরা বনে সুন্দর - শিশুরা মাতৃ ক্রোড়ে.....