বিশ্বজমিন
ইউক্রেনের গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র দখলের দাবি রাশিয়ার
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কের ফ্রন্টলাইন শহর কুরাখোভ দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওই শহরটিতে হামলা জোরদার করে মস্কো বাহিনী। ওই শহরটি ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল পোকরোভস্কের মূল লজিস্টিক হাব ছিল বলে উল্লেখ করে গণমাধ্যমটি। তবে গুরুত্বপূর্ণ শহর কুরাখোভের হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। গত রোববার রাশিয়ার কুরস্ক অঞ্চলে পালটা হামলা শুরু করার পর লড়াই আরও জোরদার করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে যে, কুরাখোভে একজন সৈনিক রাশিয়ার পতাকা ধরে আছেন। তবে তাৎক্ষণিকভাবে ছবিটি যাচাই করতে পারেনি বিবিসি।
সোমবার সকালে ইউক্রেনের খোর্তিতসিয়া বাহিনীর মুখপাত্র ভিক্টর ত্রেহুবভ রয়টার্সকে বলেছেন যে, তাদের সেনারা কুরাখোভের ভেতরে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েছে যাচ্ছে। কুরাখোভ ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর। এটি কিয়েভের কৌশলগত অঞ্চল পোকরোভস্কের সঙ্গে সরাসরি যুক্ত। কুরাখোভ থেকেই ওই অঞ্চল সৈন্য এবং ভারী সরঞ্জাম আনা নেয়া করে কিয়েভ বাহিনী। কুরাখোভ দখলের ফলে উত্তরে অগ্রসর হয়ে পোকরোভস্কে সরাসরি হামলার সুযোগ পাবে রাশিয়া। এতে অঞ্চলটিতে দুর্বল হবে ইউক্রেনের লড়াই। এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষক রোমান পোহোরিলি। পোকরোভস্ক থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাচেনস্ক নামক গ্রামটি দখলের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। ওই অঞ্চলে জনবল সংকটে ভুগছে কিয়েভ বাহিনী। সম্প্রতি মাসগুলোতে রুশ সেনাদের অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থান হারাচ্ছে ইউক্রেনের সৈন্যরা।