বিনোদন
‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার ওপর হামলা
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৬ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’র অভিনেতা রাঘব তিওয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী অভিনেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি রড দিয়েও আঘাত করেছে। হামলার পর পরই থানায় যান রাঘব। তার অভিযোগ, হামলার শিকার হওয়ার পর বিষয়টি থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গত ৩০ নভেম্বর শপিং করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব। তারপর গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি স্কুটারের মুখোমুখি হন। নিজের ভুল থাকায় স্কুটার চালকের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি। কিন্তু এরপরও তর্ক শুরু করেন চালক। গালিগালাজও করতে থাকেন। একপর্যায়ে ওই স্কুটার চালক ধারালো ছুরি দিয়ে জখম করেন অভিনেতাকে। এছাড়া মারধরও করেন। রাঘব মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব।
উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত। এ সিরিয়ালটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।