বিনোদন
নোবেলকে নিয়ে ফের সমালোচনার ঝড়
স্টাফ রিপোর্টার
১ আগস্ট ২০২২, সোমবার
হিরো আলমের পাশে দাঁড়ালেন সারেগামাপা’খ্যাত নোবেল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলকে নিয়ে তার মন্তব্যে সমালোচনার ঝড় বইছে। বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে বিদ্ধ আশরাফুল আলম ওরফে হিরো আলম। একইসঙ্গে বেসুরে নজরুলগীতিও গেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তারপরেই তাকে তলব করে পুলিশ। এরপরেই পুলিশে মুচলেকা দিয়ে তিনি জানিয়েছেন, এবার থেকে আর বিকৃত করে গান গাইবেন না। একইসঙ্গে আর রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতিও গাইবেন না বলেও জানান। কিন্তু এই প্রসঙ্গেই এবার বিতর্কিত মন্তব্য করেছেন গায়ক মঈনুল আহসান নোবেল। তিনি দাবি করেছেন, রবীন্দ্রনাথ এবং নজরুল কোনো ভগবান নন। আর তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না এমন কোথাও বলা নেই।
পাঠকের মতামত
এই পাডা নাকি আবার স্টার। নির্বোধ, বিভাজন সৃষ্টিকারী । মুখরোচক কথা বলে আলোচনায় আসার আপ্রাণ চেষ্টা । মগা কোথাকার ।
একান্ত নির্বোধ তাই দুম দাম কথা বলে দেয় l খবরে থাকবার জন্য করে ল ওর পুঁজি তো saregama র সাফল্য l বাংলাদেশের জন্য ওই বা কি করেছে?
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই প্রবাদবাক্য আবারও প্রমাণ করল, মঈনুল হোসেন নোবেল একজন অভিজ্ঞসম্পন্ন বোকা। নোবেলের ব্যক্তিত্ব বলে কিছু নেই। আসলে ওর মন্তব্যের পক্ষে বিপক্ষে কোন কথা উচিৎ নয়। এর চেয়ে বেশী কিছু বলতে পারব না।
কথা সত্য সাক্ষী ষ্টং,,,,,
Somalochona kothai bujhlamna, 90% nobelke support koreche,kolamer sathe vitorer kono mill nai !
Rabindra is promoted by groups with vested interest who want Bangladesh to be a state where men cry and talk about "love" and "mercy" even when the houses are on fire. Most Rabindra listeners are gay.
রবিন্দ্রনাথ যেহেতু নোবেল পুরস্কার পাইছিলেন সেহেতু রবিন্দ্রনাথকে নিয়ে নোবেলই ভাল বলতে পারার কথা।
Je ja bojhe na ta niye kotha bola uchith noi. Nobel Rabindro ki bojhe.
ঢাকায় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রবিন্দ্র বাবু যে আন্দোলন করেছিলেন তা যদি সফল হতো তাহলে বাংলাদেশে আজ যারা রবিন্দ্র চর্চা করেন তারা রবিন্দ্র নাথের ইচ্ছা অনুযায়ী চাড়াল থেকে যেতেন। হিরো আলম আমার কাছে হিরো। তার সাথে পুলিশ যে ব্যাবহার করেছে আ আইন অনুযায়ী পারে কি? পুলিশের সে কর্ম কর্তাকে আদালতে তোলা হোক। কোন সাংবাদিক কি কোন আইনজীবীর কাছে জানতে চেয়েছে পুলিশ যা বলেছে তা পারে কিনা?
Rabindra sangit এর সুর বিদেশী সুর থেকে নেওয়া ।নকল সুরের গান । এটা authentic না ।So Hero Alam was harassed for nothing. It was completely wrong. He tried his best. Public got one kind of recreation .
নোবেলের মতো অল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকের কাছে এ ধরনের মন্তব্য কাঙ্ক্ষিত। ওর শুধু সৃষ্টি কর্তা প্রদত্ত সুর আছে কিন্তু সৃষ্টি কর্তা প্রদত্ত বুদ্ধি কাজে লাগায় না। অন্যদের কাছে শুনে মন্তব্য করে। ইতিহাস পড়ে না।অল্পশিক্ষিত তো পড়তে পাড়ে না মনে হয়।
কোথাও বলার সুযোগ থাকলে অবশ্যই নোবেলের মত করেই বলতাম।
রবীন্দ্র সংগীতই তো নকল সুরে। বিদেশী সুরে গাওয়া ।so what’s the problem if Hero Alam tried that song.
Noble is fully right. Rabindranath was never our own. He was against the 1905 Bengal partition, was against abolition of the hindu zamindari system, and was a visible and vocal muslim hater in his novels. The man named Rabindranath should be ten times grateful to us that we chose his song as our national anthem. It is high time for the next and possible nationalist government to bring about inclusion of a new national anthem by ousting the existing one. Only then, we will be respecting the true and genuine freedom fighters who fought for our Bangladeshi nationalism.
নোবেল সত্য বলছে
নোবেল ঠিকই বলেছে যারা আমাদেরকে বাশ দেয় আমাদের দেশের কিছু দেশদ্রোহীরা তাদেকে নিয়ে অতি মাত্রায় চামচামি করে এই দেশে রবির কোন অব্দান নাই
নোবেল হিরো আলমের মতো না হলেও চিন্তা-চেতনায় হিরো আলমের চেয়েও নিচে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নোবেলের মন্তব্য অর্বাচীনের মতো।
I fully agree with Nobel.
নোবেল ঠিক কথাই বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মানুষের জন্য কিছুই করেন নি,ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে না হয় তার জন্য তদবীর করেছিলেন
নোবেলতো ভুল কিছু বলে নাই, আমার মতে। সেতো তার বক্তব্যের স্পপক্ষে গ্রহণযোগ্য যুক্তীও দিয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে আমার বলার কিছু নাই। তাছাড়া সুরের বিকৃতি এটাই কি প্রথম এই উপমহাদেশে? একদমই না। পক্ষে বা বিপক্ষে অভিমত দিতে পারে যেকেও। কেও কাউকে সমর্থনও জানাতে পারে।
রবীন্দ্রনাথ পূর্ব বাংলার কোন কবি বা লেখককে স্বীকৃতি দেননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন।
অতীতে এই তিতা সত্য বলার পুরুষ জন্মেনি!! কোন গান কবিতা কোন সুরে গাইতে হবে এর কোন দলিল নেই, একমত আল কোরআন ছাড়া।
I agree with Nobel.
রবিন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করেনি, অথচ আমরা তারই কবিতাতে জাতীয় সংগীত গেয়ে চলেছি। বাংলাদেশের উচিত অভিলম্বে নজরুলের "কারার ঐ লৌহ কপাট" কে জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা। রক্তে কাঁপন ধরানো এরকম সংগীতই হওয়া উচিৎ জাতীয় সংগীত।
you are 100% right.
you are 100% right.
Was this a police job to call Hero Alam to humiliate and reprimand him??
কথা সত্য
নোবেল গানের “ক ” ও এখন ও শিখতে পারেনি, তাই সে তার মত আরকেটাকে সাপোর্ট করছে।
ধন্যবাদ নবেল তুমি আমাদের মনের কথা বলেছো। সত্য তুলে ধরার জন্য তোমাকে স্যালুট। এভাবেই কাওকে না কাওকে শুরু করতে হবে।
নোবেলের কোনো মন্তব্যের সাথে একমত হলাম। সে ঠিকই বলেছে।
পুর্ব বাংলার মুসলিম জনগোষ্ঠীর ব্যাপারে রবি ঠাকুরের সীমাবদ্ধতা থাকলেও বাঙলা সাহিত্যে তাঁর কালজয়ী অবদানের কথা অবশ্যই স্বীকার করতে হবে।
প্রথম বারের মতো নোবেলের কোনো মন্তব্যের সাথে একমত হলাম। সে ঠিকই বলেছে।
নোবেল খারাপ কিছু বলেননি। রবীন্দ্রনাথ পূর্ব বাংলার কোন কবি বা লেখককে স্বীকৃতি দেননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন। হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির প্রস্তাব করেছিলেন। তাঁর জমিদারি ছিল প্রজা শোষনের বিশাল এক আয়োজন। আমাদের দেশের রবীন্দ্র প্রেমিকরাত নজরুলকেও কবি হিসাবে স্বীকার করতে চাননা।
Thanks for speaking the truth.
যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে নাই তাকে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে নোবেল আরও লিখেছেন, বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক। Nobel er sathe ami o 100% ak mot. Hin*u der Dalal raa e beshi Lafache ai desh a