রাজনীতি
'রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে'
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, দুর্নীতি ও লুটপাট-এটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এরা একধরণের সুবিধা পেয়ে যাচ্ছে। এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে, সেটা মানুষ ভুলে যাবে।
বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে বলে অভিযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোন জায়গা বাদ নেই।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
Good
আজ্ঞে সে আর বলতে। আওয়ামী দুর্বৃত্তায়ণকে আড়াল করতে আপনাদের জুড়ী নাই। পাবলিকদের বোকা বানাতে আর পারবেন না।
জনাব ফখরুল সাহেব, রাস্তা ঘাটে, ফুটপাতে, কাচা বাজারে, এখন কারা চাঁদাবাজি করছে?
বিএনপি এখন জামাতের পিছনে না লেগে নিজেকে শোধরানো উচিত। জামাতের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে।
এই কাজটি আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে শুরু করেছেন। সঙ্গে সমমনা বিএনপি নেতারা আছেন। কাজেই এমন স্ব বিরোধী অবস্থানে থেকে এসব বলে দায় এড়াতে পারবেন না। এগুলো আমরা খুব ভালো বুঝতে পারি।