ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

কলকাতার ঐতিহ্যশালী স্টার থিয়েটারের নাম বদলে হচ্ছে বিনোদিনী মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫১ অপরাহ্ন

উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। সোমবার সন্দেশখালির সভা থেকে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রেক্ষাগৃহের নতুন নামকরণ হতে চলেছে নটী বিনোদিনীর নামে। ২০২৫ সালের শুরু থেকে স্টার থিয়েটার পরিচিতি পাবে ‘বিনোদিনী মঞ্চ’ নামে। ১৮৮৩ সালে উত্তর কলকাতার ৬৮ নম্বর বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। আর এই স্টার থিয়েটার তৈরির নেপথ্য কারিগর ছিলেন বিনোদিনী দাসী। অবশেষে ১৪১ বছর পর নটী বিনোদিনীর নাম স্টার থিয়েটারের সঙ্গে জুড়ে যাচ্ছে। অনেকের মতে, একদিন যে ‘বঞ্চনা’ হয়েছিল তার প্রতি, এত দিনে তিনি স্বীকৃতি পেলেন। পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর মতে, স্টার থিয়েটারের সঙ্গে নটী বিনোদিনী নামটি ওতপ্রোত ভাবে জড়িত আছে। তিনি বলেন, ‘‘নটী বিনোদিনীকে যোগ্য সম্মান দিলেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে দেড়শো বছরের ইতিহাসকে সম্মান জানালেন তিনি।’’
বড় পর্দায় বিনোদিনী : এক নদীর উপাখ্যান ছবির নায়িকা রুক্মিণী মৈত্র বলেন,আমি দিদির কাছে ইচ্ছে প্রকাশ করে ছিলাম, স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনীর নামে করা হোক। এই ঘোষণায় আপ্লুত পর্দার বিনোদিনী রুক্মিণী। ২৩শে জানুয়ারি, ২০২৫ মুক্তি পাবে রুক্মিণী অভিনীত ছবিটি।

পাঠকের মতামত

বিনোদিনী মরে গেছেন। এখন যেটা করা হলো সেটা আমাদের শান্তির জন্য। মানুষ মরে যাওয়ার পর তার নামে কিছু করা আর না করা সমান কথা। এই সংস্কৃতির পরিবর্তন করা দরকার।

Zulfiquar Ali
৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:২২ অপরাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status