কলকাতা কথকতা
৩৬ বছরের ছোট অর্পিতাকে 'অপা' বলে ডাকতেন পার্থ, প্রেমের আগুনে জ্বলেছেন প্রাক্তন মন্ত্রী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩০ জুলাই ২০২২, শনিবার, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১০ অপরাহ্ন

বলা হয়ে থাকে প্রেম নাকি বয়সের বাধা মানে না। সত্তর বছর বয়স্ক প্রাক্তন শিল্প ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ৩৪ বছর বয়স্কা অর্পিতা মুখোপাধ্যায়ের প্রেমের রসায়ন সেই কাহাবাতকেই প্রতিষ্ঠা করে। ইডির জেরায় অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০১৭ সালে স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরেই পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ হয়ে পড়েন। দুজনের মধ্যে যে প্রেমজ সম্পর্ক ছিল তার ইঙ্গিত দিয়েও অর্পিতা মুখোপাধ্যায় পার্থ’র জীবনে অন্য নারীদের উপস্থিতি নিয়ে তথ্য দিয়েছেন অধিকারিকদের হাতে। জানিয়েছেন, তাকে অপা বলে ডাকলেও পার্থ চট্টোপাধ্যায় অন্য নারীতে সম্পর্কিত ছিলেন। তার ‘অপা’র নামে বহু সম্পত্তি করে দিয়েছেন পার্থ, যদিও নিয়ন্ত্রণ ভার থাকতো পার্থ’র হাতেই। জিজ্ঞাসাবাদের একটা সময়ে অর্পিতা নাকি পার্থকে এমন কথাও বলেন, টাকা পাঠিয়েছেন, আমার ফ্ল্যাটে মজুত করেছেন আমি জানতেও পারিনি। পার্থ-অর্পিতার জিজ্ঞাসাবাদ শেষ হবে ৩ অগাস্ট। তারপর অর্পিতার ঠাঁই হতে পারে আলিপুর জেলের নারী ওয়ার্ডে। পার্থ চট্টোপাধ্যায়কে সম্ভবত পাঠানো হবে প্রেসিডেন্সি জেলে। ইডি এখন দুজনের কাছেই জানতে চাইছে টাকা আর কোথায় লুকানো আছে। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার সময় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি চক্রান্তের শিকার। কারও নাম তিনি বলেন নি। শুধু বলেছেন, ষড়যন্ত্রকারীরা টের পাবে কি হয়েছে। আর অর্পিতা শুধু কেঁদেছেন। চোখের জল বাঁধ মানছে না তার।