ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

শেষের পাতা

পদোন্নতিবঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

স্টাফ রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

শেখ হাসিনা সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ৭৬৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তার আবেদন পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কমিটি প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ঠা আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার ১৬ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকের বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি নির্ধারিত ৯০ দিনের পূর্বেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ উদ্বিগ্ন কিনা, জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা কঠোরভাবে মনিটরিং করছি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি খুব কাছ থেকে ফলোআপ করছেন। যে অংশীজনেরা আছেন তাদের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আগামী বছর বড় ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে এ আইডিয়া শেয়ার করেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, আগামী মার্চ-এপ্রিলে এ সম্মেলনের বিষয়বস্তু ঠিক করার পর সেকেন্ড হাফ সেপ্টেম্বর-অক্টোবরের দিকে এ সম্মেলন হতে পারে। আমরা আশা করছি, পৃথিবীর সব দেশ এ সম্মেলনে অংশ নেবে। বিশেষ করে যাদের এখানে ইন্টারেস্ট আছে, যেমন- চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা তারা এখানে অংশ নেবে।
 

পাঠকের মতামত

এতো ছাত্র জনতার আত্ত্বত্যাগের বিনিময়ে দেশবাসী অনেক সিনিয়র সচিব/সচিব/ অতিরিক্ত সচিব পাচ্ছেন।

জিয়াউল
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:২৭ পূর্বাহ্ন

ব্যাংক ও অপরাপর সরকারী প্রতিষ্ঠানে একই কারণে পদোন্নতি বঞ্চিত অবসর গ্ৰহণকারীদের প্রতিও সুবিচার করা হোক। জীবনের বাকী দিনগুলো অন্ততঃ মর্যাদার সাথে বেঁচে শান্তিতে মরতে পারবে।

আলী মাহমুদ
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:২১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status