ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

৫ই আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

স্টাফ রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার
mzamin

৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সম্পর্কিত সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ৭০ জন। মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পুলিশের থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী সংখ্যালঘু সম্পর্কিত সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৮৮টি। এটি ২২শে অক্টোবর পর্যন্ত ঘটনা। এর পরের ঘটনাগুলোর আপডেট দ্রুতই দেয়া হবে। এখন থেকে মাইনোরিটি রিলেটেড কোনো সংখ্যা জানতে চাইলে নিয়মিত আমরা আপডেট দিতে পারবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি। আর ধর্মীয় পূজামণ্ডপ উপাসনালয়কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী মামলা হয়েছে ২৬টি। মোট মামলা ৮৮টি। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের ৬২টি মামলায় ৩৫ জন। বাকি মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ২২শে অক্টোবর পর্যন্ত। বাকি মামলাগুলোর আপডেট নিয়ে আমরা আপনাদের জানাতে পারবো। এটি ধর্মীয় সংখ্যালঘু সহিংসতার মামলার মধ্যে অনেকগুলো মামলা; কিন্তু আওয়ামী লীগ সরকারের পদধারী ছিলেন। তাকে যে আক্রমণ করা হয়েছে সেটি কি শাসক দলের পদধারী ছিলেন না সংখ্যালঘু হিসেবে। এটার একটা বিষয় থাকে। যদিও এটি অনেক বেশি রাজনৈতিক। তবুও আমরা যেহেতু সহিংসতা হয়েছে সেহেতু মামলাগুলো নিচ্ছি। এ সময় বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রশ্নে তিনি বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি এবং ওই গ্লোবাল মার্কেট মনিটর করছি। সয়াবিন এবং পামঅয়েলের ক্ষেত্রে অক্টোবর-নভেম্বর থেকে মার্কেট ঊর্র্ধ্বমুখী। মার্কেট ঊর্ধ্বমুখী দেখেই আমাদের দামটা পুনঃনির্ধারিত করতে হচ্ছে। আমরা গ্লোবাল মার্কেট মনিটর করছি নিয়মিত। আমরা দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন করবো। তারা তখন সেটি মনিটর করবে। মৌসুমি সবজিসহ সব কিছুর দাম কমছে। ৭৯ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আমাদের কোস্টগার্ড ও জেলা প্রশাসন দেখছেন। নিয়ম মেনেই আমরা তাদের ফিরিয়ে আনবো। 
 

পাঠকের মতামত

বাংলাদেশে সংখ্যালঘুদের কোনরকম হামলা হলে পুলিশ মামলা নেয় এবং অপরাধীদের বিচারের আওতায় আনে । ভারতে তো সরকারের উৎসাহে সংখ্যালঘুদের উপর তাদের মসজিদের উপর হামলা হয় । তাছাড়া ৫ আগস্টের পর সংখ্যালঘুদের পুজা মণ্ডপে অনেক হামলা আওয়ামি পন্থিরাই করেছে । আমাদের এলাকায় তার চাক্ষস প্রমান আছে ।

কাজী মোস্তফা কামাল
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:০৪ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status