ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জগন্নাথপুরের অজান্তা ডেগেনহামের কাউন্সিলর নির্বাচিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজান্তা দেব রায় লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথম বারের মতো বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির বেন সুটার। সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলে দেখা যায় লেবার পার্টির প্রার্থী অজান্তা দেবরায় ৭৭৪ ভোট পান অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেন সুটার ৫৮০ ভোট পান। শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় দু’জন নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর লি ওয়েকার প্রয়াত এবং মার্গারেট মুলেন এমপি নির্বাচিত হলে পদ দু’টি শূন্য হয়। উপনির্বাচনে একটিতে অজান্তা দেব রায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
অজান্তা রাজনৈতিক ও পারিবারিক সূত্র জানায়, ২০১১ সালে তিনি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য একজন শিক্ষার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে লেখাপড়ার পাশাপাশি তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ শুরু করে অগ্রণী ভূমিকা রেখে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেন। এরপর তিনি লেবার পার্টির হয়ে মূলধারার রাজনীতিতে যুক্ত হন। তিনি দেশে থাকাকালীন সময়ে ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন। সিলেট মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থী হিসেবে পড়ালেখাকালীন সময়ে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক এবং পরবর্তীতে লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ ও লন্ডনের সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জোর্তিময় দেব রায় ও গৃহিণী মা রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা তিনি। তার বাবা জোর্তিময় দেব রায় জানান, আমার মেয়ে রাজনীতি ও মানবাধিকার নিয়ে কাজ করতো। লন্ডনে গিয়ে সে পুরোদমে এসব নিয়ে কাজ করেছে। প্রথম বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশ ও আমাদের মুখ উজ্জ্বল করেছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status