বিশ্বজমিন
চীনের উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন
চীনের উদ্বেগ সত্ত্বেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে গেলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। প্রশান্ত মহাসাগরীয় এই সফরে লাই যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতে দুই দিন অবস্থান করবেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সফর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, হাওয়াই এবং গুয়ামে রাজ্যে পরিকল্পিত যাত্রাবিরতি ভালো চোখে দেখছে না চীন। কেননা বেইজিং তাইওয়ানকে স্বশাসিত অঞ্চল হিসেবে দাবি করে। পাশাপাশি দ্বীপটির প্রধান মিত্র এবং সামরিক সহায়তাদানকারী প্রধান দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন। এক অনাড়ম্বর অভ্যর্থনার মাধ্যমে হনলুলু হোটেলে পৌঁছলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনার জন্য মার্কিন কোনো উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। লাই হাওয়াই রাজ্যে তার সমর্থকদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন বলে কথা রয়েছে। এছাড়া হাওয়াই রাজ্যের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন তিনি। লাই চিং-তে প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বশাসিত দ্বীপ তাইওয়ানের তিনটি কূটনৈতিক মিত্র, মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু এবং পালাউ পরিদর্শনের জন্য সপ্তাহব্যাপী ভ্রমণে রয়েছেন। তাইওয়ানের সঙ্গে কয়েক ডজন দেশের শক্তিশালী যোগাযোগ থাকলেও দ্বীপটির আনুষ্ঠানিক কূটনৈতিক মিত্র দেশ হচ্ছে মাত্র ১২টি। তবে লাইয়ের এই সফরের কড়া সমালোচনা জানিয়েছে চীন। দেশটি ক্রমাগত তাইওয়ানকে চাপে রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমাগত যোগাযোগ এবং তাদের কাছ থেকে অস্ত্র সহায়তা পাওয়ার বিষয়টি ভালো চোখে দেখে না চীন। তবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দ্বীপটির অস্তিত্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন উত্তর আমেরিকায় অবস্থিতি তাইওয়ান চেম্বার অব কমার্সের সভাপতি আর্থার চেন। তিনি বলেন, লাই এর এই সফর তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা তার সফর এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক বেশ মজবুত।