অনলাইন
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
যুক্তরাজ্য সফরের উদ্দেশে রওনা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তিনি। এ সফরে তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেল সূত্র জনায়, লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
আগামী ১১ ডিসেম্বর মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে।