ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

মালয়েশিয়ায় বন্যায় মৃত তিন, মন্ত্রীদের ছুটি বাতিল

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৪ অপরাহ্ন

mzamin

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দিতে সমস্ত ফেডারেল মন্ত্রীর ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন।

দেশটির প্রায় সবকটি গণমাধ্যমসহ মালয় মেইল জানিয়েছে বন্যায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ৯৪ হাজার ৭৭৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, সকল মন্ত্রীদের দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় উপস্থিত থাকতে হবে। মন্ত্রীদের অনুমোদিত ছুটিও বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

মালয়েশিয়ার ৯টি রাজ্যের ৩৩টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কেলান্তান, তেরেঙ্গানু এবং সারাওয়াকে তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সরকার ইতোমধ্যে কেন্দ্রীয় দুর্যোগ পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র (পিকেওবি) চালু করেছে, যা উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম সমন্বয় করছে।

বন্যার কারণে ৮০,৫৮৯ জন মানুষ ঘরছাড়া হয়ে ৪৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ বছরের বন্যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে। তীব্র বৃষ্টিপাত ও বিরল আবহাওয়া পরিস্থিতি বিপর্যয় বাড়িয়ে তুলছে এবারের বন্যা।

সরকার নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে বার বার।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status