ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পদত্যাগ করলেন বৃটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

mzamin

২০১৩ সালে হারিয়ে যাওয়া একটি মোবাইলকে কেন্দ্র করে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পরিবহণ মন্ত্রী লুইস হাই। পার্লামেন্টের সদস্য হওয়ার আগে একটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার মন্ত্রিত্ব ছাড়লেন বৃটিশ এই এমপি। এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে কিয়ের স্টারমারে দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো। বৃহস্পতিবার স্কাই নিউজে একটি রিপোর্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন হাই। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান তার ফোনটি চুরি হয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এক চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ওই ঘটনাকে নিজের ‘ভুল’ হিসেবে বর্ণনা করেছেন হাই। তবে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন বৃটিশ ওই মন্ত্রী। যার ফলে নিজে থেকেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি। ২০১৩ সালে ২৪ বছরের তরুণী ছিলেন হাই। তার ফোনটি ছিনতাই হওয়ার এক বছর পর তিনি সেই ফোনটি ফেরত পান, কিন্তু এ বিষয়টি পুলিশের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল পদত্যাগ করা এই মন্ত্রীকে। বৃটিশ গণমাধ্যম স্কাই নিউজ তার রিপোর্টে উল্লেখ করে যে, হাইয়ের বিরুদ্ধে ২০১৪ সালে আদালতে একটি জালিয়াতির অভিযোগ স্বীকার করার পরেও কোনো পদক্ষেপ ছাড়াই তাকে অব্যাহতি দেয়া হয়। পদত্যাগ পত্রে ছিনতাইয়ের পরপরই একজন তরুণী হিসেবে নিজের ভীতিকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে নিজের ফোন ফিরে পাওয়ার বিষয়টি না জানিয়ে ভুল করেছেন বলে স্বীকার করেছেন। তার এই পদত্যাগ পত্রের তড়িৎ প্রতিক্রিয়া জানিয়েছেন স্টারমার। তিনি হাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিবহণ খাতে সরকারি এজেন্ডা বাস্তবায়নে হাই যা করেছেন তা ভবিষ্যতে বিশাল অবদান রাখবে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status