বাংলারজমিন
দুই সন্তানকে নিয়ে ফের উধাও সালমা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবারস্বামী এফএম জহুরুল ইসলাম অভিযোগ করেছেন, তার স্ত্রী উম্মে সালমা মানসুরা (৩৬) উদ্ধারের দুই মাসের মাথায় ফের দুই সন্তানকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছেন। গত ১৭ই নভেম্বর সন্ধ্যায় শাশুড়ির ইন্ধনে তার স্ত্রী দুই কন্যা সন্তানকে নিয়ে তৃতীয়বারের মতো পালিয়ে যান। তিনি আরও জানান, গত দুই মাস আগেও চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছোট মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে মানবজমিনে সংবাদ প্রকাশ হওয়ার পর স্ত্রীকে ফিরে পেয়েছিলাম। কিন্তু এবারও তৃতীয়বারের মতো আমার স্ত্রী তার মায়ের ইন্ধনে আমার সংসার না করার জন্য ঈশ্বরগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্য দুই মেয়ে শিশুকে নিয়ে পালিয়ে গেছে। ৬ বছর আগে একবার হারিয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, এ ঘটনার জন্য তার শাশুড়ি সম্পূর্ণ দায়ী। এক কোটি পঁচিশ লাখ টাকা আমার স্ত্রীকে ক্যাশ দিয়েছিলাম ময়মনসিংহের ফ্ল্যাটের জন্য। এই টাকার লোভে শাশুড়ি এ ঘটনা ঘটাচ্ছেন।
এই শালীর বেটিকে পাটুরিয়া নিয়ে বিক্রয় করে দিন।
@ এমএস আলম, ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। মন্তব্য অত্যন্ত ভাল লেগেছে ভাই।
এত টাকা ক্যাশ দেওয়া ঠিক হয়নি। আপনি নিজেই আপনার নামে ফ্ল্যাট কিনতে পারতেন।
যে বারবার পালায় তার জন্য এতো আকুতি করে কি লাভ। টাকা যেহেতু অতি বেশি হয়ে গেছে আরো ১ কোটি টাকা নগদ দিয়ে বিদায় করে দিন - তাহলে আর এত টেনশন করতে হবেনা