ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

‘ভয়াল’ দিয়ে ফিরছেন ইরফান সাজ্জাদ

স্টাফ রিপোর্টার
২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার
mzamin

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতায় প্রথম হয়ে শোবিজে যাত্রা শুরু হয় ইরফান সাজ্জাদের। এরপর ছোট পর্দায় নিয়মিত কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। যদিও ক্যারিয়ারের শুরুতে দুটি সিনেমাতে কাজ করেন ইরফান। ছবি দুটির নাম ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’। এবার প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ইরফান সাজ্জাদ। ছবির নাম ‘ভয়াল’। ২৯শে নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ১০ বছর পর নতুন ছবি মুক্তি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, দেখতে দেখতে ১০ বছর কেটে গেছে। এটা আসলে একটা ব্রেক। মানসিক প্রস্তুতি নিয়েই এত বছর পর ‘ভয়াল’ দিয়ে ফের সিনেমায় ফিরছি। এটা আমার তৃতীয় সিনেমা। ভিন্ন কিছুর কথা চিন্তা করেই আসলে ছবিটি করা। ক’দিন আগেই সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘ভয়াল’। এটি ১৮+ সিনেমা, অর্থাৎ প্রাপ্তবয়স্করা এ সিনেমাটির উপযুক্ত দর্শক! এ বিষয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভয়াল’ ভিন্নধর্মী গল্প। সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে। তিনি বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। ‘ভয়াল’ পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এবং প্রযোজনা করেছেন আশিকুর রহমান। এতে আরও অভিনয় করেছেন আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status