অনলাইন
প্রথম আলোর সামনে অবস্থানকারীদের সরাতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪০ অপরাহ্ন
ঢাকার কাওরানবাজারে দৈনিক প্রথম আলো’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়া লোকজনকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরের পর থেকে একদল লোক প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছিল। তারা সেখানে গরু জবাই করে ‘জিয়াফতের’ আয়োজনও করেছিল। তাদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। অবস্থানকারীদের সরিয়ে দিতে তারা বার বার কথা বলেন। কিন্তু অবস্থানকারীরা সেখানে রান্না করে খাওয়া-দাওয়া করে সরে যাবেন বলে জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ না শোনায় সন্ধ্যার পর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় একটি শিশুকে আহত হতে দেখা যায়।
এগুলো উচিৎ না
কি শ্লোগান দিচ্ছে লজ্জা না পেয়ে খুলে বলুন
কি জানি বাবা, দেশে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমরা তো মুক্ষ্যু-সুক্ষ্যু মানুষ। তো আপনারা যারা দেশের দায়ীত্বে আছেন তারা আমাদের কে আর কষ্ট দিয়েন না দয়া করে।
ঘটনা কি কারনে কেউ তো বললো না /
ঘটনা কি?