বাংলারজমিন
শায়েস্তাগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যান সেবাগ্রহীতাদের ভোগান্তি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। এ অবস্থায় চেয়ারম্যানকে অপসারণ করে জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের ওপর দায়িত্ব অর্পণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, গত ৪ঠা আগস্ট বিকালে শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে জড়ো হয় ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ১৭ই সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বুলবুল খানকে প্রধান আসামি করে ১১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন হৃদয়। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।
এর মাঝে, গত ২১শে সেপ্টেম্বর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১ মাসের ছুটির আবেদন করেন তিনি। ২১শে অক্টোবর সেই ছুটি শেষ হলে তিনি অফিসে অনুপস্থিত থেকেও অফিসের কর্মচারীদের দিয়ে ফাইল বাড়িতে নিয়ে স্বাক্ষর করছেন। অফিসে উপস্থিত না থাকায় সেবা পেতে বিলম্বিত হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।
এ বিষয়ে কলিমনগর এলাকার জামাল মিয়া নামে এক ব্যক্তি জানান, চেয়ারম্যান আসামি হয়ে পলাতক রয়েছেন। আমরা চাইÑ যিনি নিয়মিত উপস্থিত থাকবেন এমন কাউকে দায়িত্ব দেয়া হোক। এ বিষয়ে থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, আমরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তাকে খুঁজছে। যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।