ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ফিলাডেলফিয়ার ভোট গণনা হবে দ্রুত: কর্তৃপক্ষ

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫১ অপরাহ্ন

mzamin

পেনসিলভ্যানিয়ার দিকে তাকিয়ে আছেন মার্কিনিরা। এই সুইং রাজ্যে ডেমোক্রেট কমালা হ্যারিস ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের মধ্যে জনমত জরিপে সমতা দেখা গেছে নির্বাচনের আগে। এখানকার ফিলাডেলফিয়া সিটির কমিশনার সেঠ ব্লুস্টেইন বলেছেন, ২০২০ সালের তুলনায় এবার ভোট গণনা হবে দ্রুততার সঙ্গে। তিনি আরও বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ‘প্রিক্যানভাসিং’ প্রক্রিয়া শুরু করেছি। ২০২০ সালের চেয়ে দ্রুততার সঙ্গে ভোট গণনা করতে যাচ্ছি। উল্লেখ্য, প্রিক্যানভাসিং বলতে মেইলে পাওয়া ভোটগুলোকে গণনার পূর্বে প্রক্রিয়াকরণকে বোঝায়। ২০২০ সালে করোনা মহামারির কারণে মেইলে ভোট গ্রহণ করা হয় বেশির ভাগ। সেই ভোট গণনায় বিলম্ব হয়। ফলে রেজাল্ট ঘোষণায় প্রায় এক সপ্তাহ বিলম্ব হয়। কিন্তু এবার বেশির ভাগ মানুষ ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। এ জন্য মেইলে পাওয়া ভোট আগে থেকেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। ফলে দ্রুতই গণনা শেষ হওয়ার দিকে অগ্রসর হবেন তারা। ব্লুস্টেইন আরও বলেছেন, ডাকে যেসব ভোট পড়েছে তার খাম দ্রুততার সঙ্গে খোলার জন্য বাড়তি সরঞ্জাম কিনেছে তার শহর কর্তৃপক্ষ। তিনি বলেন, অতীতের চেয়ে অনেক বেশি মানুষ এ বিষয়ে কাজ করছেন। যেহেতু দুই প্রার্থীর মধ্যে মার্জিন ব্যবধান, তাই কে জয়ী হবেন তা পূর্বাভাস করা কঠিন। ঘুম থেকে জেগেই পেনসিলভ্যানিয়াবাসী হয়তো ফল জানতে পারবেন না। তাই বলে এই ফল পাওয়ার জন্য আগামী শনিবার পর্যন্ত চারদিন অপেক্ষা করতে হবে না। খুব দ্রুততার সঙ্গে গণনা শেষ করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে বুধবার দিনের মধ্যভাগ নাগাদ ফল ঘোষণার। নির্বাচন ও ফল ঘোষণায় নিরাপত্তার প্রতি পূর্ণাঙ্গ আস্থা প্রকাশ করেছেন ব্লুস্টেইন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status