বিনোদন
পিটের প্রস্তাব ফেরান ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, রবিবারবলিউডের পাশাপাশি হলিউডে একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অস্কারজয়ী সিনেমা ‘ট্রয়’র। হলিউডের নিয়ম অনুযায়ী অন্তত ৮ মাস হলিউডে থাকতে হতো তাকে। কিন্তু সে সময় তার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির প্রস্তাব ছিল। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব।
What a news , This news paper should be proud of the breaking news .
অনেক গুরুত্বপূর্ণ খবর... দেশ ও জাতির অনেক মঙ্গল সাধিত হল।
চাপাবাজি।