ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আজও চাকরি ফিরে পাননি আজিজ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
২ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

কক্সবাজারের কুতুবদিয়ায়  জামায়াতের সাবেক নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় চাকরি গেল উপকূলীয় বনবিভাগের কুতুবদিয়া রেঞ্জের সদর বিটের বাগান মালি আব্দুল আজিজের। শেখ হাসিনা সরকার পতনের পরও তার চাকরি ফিরে পাননি। চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তিনি।
২০২৩ সালের ১৫ই আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করলে তার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেন বাগান মালি আব্দুল আজিজ। এ পোস্টের জের ধরে ১৬ই আগস্ট কোনো নোটিশ ছাড়া তৎকালীন চট্টগ্রামের উপকূলীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান বাগান মালি আব্দুল আজিজকে চাকরি থেকে অব্যাহতি দেয়। আটকে দেয়া হয় দুই মাসের বেতন-ভাতা। এরপর সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন চাকরি ফিরে পাওয়ার আশায়। এক অফিস থেকে অন্য অফিসকে দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে হয়রানি করে আসছে। বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ায় তিনি চাকরি ফিরে পাবেন বলে আশা করছেন। 
বাগান মালি আব্দুল আজিজ দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমি ২০২১ সালের মে মাসে উপকূলীয় বন বিভাগের অধীনে কুতুবদিয়া রেঞ্জের সদর বিট অফিসে যোগদান করি, তখন থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু ২০২৩ সালের ১৫ই আগস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আমার ফেসবুক আইডি থেকে ‘ইন্না লিল্লাহ আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন’ এটা বলে একটি পোস্ট দিয়েছিলাম। রেঞ্জার স্যার আমাকে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে ওই পোস্ট কেটে দেয়। আমাকে কিছুই না জানিয়ে কোনো নোটিশ ছাড়া বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান গোপনে আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয়। বিষয়টি আমাকে জানানো হয়নি। আমার দুই মাসের বেতন আটকিয়ে দেয়। ডিএফও আব্দুর রহমান স্যার একদিকে দায়িত্ব পালন করতে বলে অন্যদিকে গোপনে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। বেতন তুলতে গেলে আমি জানতে পারি আমার চাকরি নাই। আমি ডিএফও অফিসসহ বিভিন্ন অফিসে যোগাযোগ করলে বলে ফেসবুক পোস্টে আমার চাকরি চলে গেছে। আমি মানবেতর জীবনযাপন করছি। আমি গরিব পরিবারের সন্তান। আমি আমার চাকরি ও বেতন-ভাতা ফিরে পেতে চাই। চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের সাবেক বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন চট্টগ্রাম উপকূলে নাই।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status