বাংলারজমিন
দুর্বৃত্তদের হামলায় ইবি শিক্ষার্থী আহত, বিচার দাবি
ইবি প্রতিনিধি
২ নভেম্বর ২০২৪, শনিবারটিউশন থেকে ক্যাম্পাসে ফেরার পথে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মশিউর রহমান। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের আরাপপুর এলাকায় এই ঘটনা ঘটে। জান যায়, রাত সাড়ে ৭টার দিকে টিউশন শেষ করে ক্যাম্পাসে আসার জন্য ঝিনাইদহের আরাপপুরে বাসের জন্য অপেক্ষা করছিলেন মশিউর। সেখানে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষ বাধে। তাদের একটি পক্ষ মশিউরকে প্রতিপক্ষ ভেবে তার ওপর হামলা করে। এ সময় তার হাঁটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এ ছাড়াও হাতের কবজি, কনুই ও পা-সহ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে সেখানকার লোকজন তাকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে অন্তত ৩০টিরও বেশি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মশিউর বলেন, টিউশনি শেষে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করছিলাম। সেখানে স্থানীয়দের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা আমাকে প্রতিপক্ষ ভেবে হামলা করে। তখন আমি বলি, ‘আমি ছাত্র, এখানকার কেউ না।’ কিন্তু তারপরও তারা আমার ওপর হামলা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীকে হামলার বিষয়টি জেনেছি। স্থানীয় দু’টি পক্ষের সংঘর্ষের মধ্যে সে পড়ে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এদিকে এই হামলার প্রতিবাদে গতকাল বিকালে ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ দেয়ার পাশাপাশি বিষয়টির তদারকি করারও দাবি জানানো হয়।