বাংলারজমিন
বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২ নভেম্বর ২০২৪, শনিবারনাটোরের বড়াইগ্রামে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-রাজশাহী মহাসড়কের উপজেলার আহমেদপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পথচারীর নাম শফিকুল ইসলাম মাসুম (৪২)। তিনি আহমেদপুর বাজার কলোনির কলিম হোসেন কলির ছেলে এবং পেশায় একজন ট্রলি চালক। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের নিচে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালক হেলপার পলাতক রয়েছে। বাসটি আটক ও থানায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৩
বিএনপি’র দুই নেতার তদবির/ আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিলো ডিবি
৫