বিনোদন
ফারুকীর আহ্বান
স্টাফ রিপোর্টার
২ নভেম্বর ২০২৪, শনিবারটানা দ্বিতীয়বারের মতো সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা। দেশে ফিরে বিজয়ী ফুটবলারদের বরণ করে বিমানবন্দর থেকে ছাদ-খোলা বাসে করে মতিঝিলে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। শিরোপাজয়ী বাংলার এই বাঘিনীদের জন্য নতুন দাবি তুলেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সাফ ফুটবলজয়ী মেয়েরা তাদের ট্রফি নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করেছিলেন। ট্রফি নিয়ে ঘুমানো ফুটবলারদের সেসব ছবি ফেসবুকে পোস্ট করে ফারুকী লিখেন, ঘুমানোর এই পদ্ধতিটা উদ্ভাবন করেছেন গুরু লিওনেল মেসি। একে নিজের করে নিলেন বাংলার বাঘিনীরা। এখন যথাযথ পুরস্কারের মাধ্যমে তাদের সম্মান জানানোর আহ্বান জানাই। সরকারি পুরস্কার কেবল পুরুষ দলের জন্য হওয়া উচিত নয়। ওই পোস্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেনশন করে তার দৃষ্টি আকর্ষণ করেছেন ফারুকী। এ পরিচালকের এমন আহ্বানের বিপরীতে বেশির ভাগ নেটিজেন সমর্থন জানিয়েছেন। অনেকে লিখেছেন, সহমত পোষণ করছি। পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেট ও ফুটবলের সুযোগ সুবিধা বাড়ানো সময়ের দাবি। কেউ কেউ বলেছেন, সব সুবিধা কেবল পুরুষ ক্রিকেটারদের দেয়া হয়। নারীদের ক্রিকেট ও ফুটবলে একই সুবিধা দিলে অনেক এগিয়ে যাবে তারা।