অনলাইন
ডেমোক্রেটদের পিছু ছাড়ছে না ‘গারবেজ’ বিতর্ক
মানবজমিন ডিজিটাল
(৫ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৭ অপরাহ্ন

আগামী ৫ই নভেম্বর মার্কিন মুলুকে ভোটের দিন হলেও ৪৭টি রাজ্যে অনেক আগেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। একে বলে ‘আর্লি ভোট’। লাখ লাখ মানুষের ভোটদান হয়ে যাওয়ার পরে যে সর্বশেষ জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে একেবারে কাঁটায়-কাঁটায় রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের কমালা হ্যারিস। এরমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে আমেরিকাজুড়ে।
আসলে কয়েকদিন আগে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সভার সঞ্চালক টোনি হিঞ্চক্লিফ মার্কিন ভূখণ্ডের অন্তর্ভুক্ত পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার স্তূপ’ বলে বসেন।
সেই মন্তব্যের পালটা দিতে গিয়ে জো বাইডেন বলেন, ‘আমার তো মনে হয় ওর সমর্থকরাই আসলে আবর্জনা।’ আর তাতেই রিপাবলিকান সমর্থকরা ধরে নেন, তাদের কটাক্ষ করে মন্তব্য করেছেন বাইডেন।
নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, আর এক সপ্তাহও বাকি নেই মার্কিন নির্বাচনের। এমন পরিস্থিতিতে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসকে বিপাকে ফেললেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পরে অবশ্য হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ট্রাম্প নয়, হিঞ্চক্লিফের সমর্থকদের জন্য ওই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নজর এড়ায়নি এক্স ব্যবহারকারীদেরও। তারা এ নিয়ে ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সরব হয়েছেন। একজন যেমন লিখেছেন, ‘সমস্ত ব্যবস্থাপনাটিই আমেরিকার মানুষের সঙ্গে মিথ্যাচার করছে। ভিডিওতে প্রমাণ থাকা সত্ত্বেও হোয়াইট হাইসের সরকারি ট্রান্সক্রিপশনে বয়ান বদলে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদ ঠিক এমনই দেখতে হয়। সরকারের আমাদের প্রতি এতটুকুও সম্মান আর বাকি নেই। আগামী ৫ই নভেম্বর আমেরিকার মানুষই আবর্জনা বিদায় করবে।’
কমালা অবশ্য গোটা বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন। ‘গারবেজ’ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি স্রেফ বলেন, ‘কাকে ভোট দিচ্ছেন, সেটা দেখে জনতার সমালোচনা করার ঘোরতর বিরোধিতা করি আমি। স্পষ্টভাবে সেই কথাই জানিয়ে দিতে চাই।’
সূত্র: হিন্দুস্তান টাইমস