বাংলারজমিন
রামগতিতে কৃষকের মাঝে নগদ অর্থ সার-বীজ বিতরণ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, বুধবাররামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার সাতশ’ কৃষকের মাঝে নগদ অর্থ, উপশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন ধানের উপশী জাতের বীনা-১৭, ব্রী ধান-৭৫ পাঁচ কেজি বীজ, ড্যাপ সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়। রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ করেছি। পরবর্তীতে অন্যকোনো বরাদ্দ পেলে আমরা নিরলসভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণে কাজ করে যাবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি‘র সভাপতি শাহেদ আলী পটু, সাবেক কাউন্সিলর ও উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি অপরুপ দাস, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ধনুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।