বাংলারজমিন
রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৬ অক্টোবর ২০২৪, বুধবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা ওয়াসার নির্মাণাধীন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে উপজেলার তারাবো পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বেলা ১১টার দিকে সেনাবাহিনীর একটি দল উপজেলার গন্ধর্বপুর ওয়াসা প্রকল্পের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুর ১টার দিকে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন।
ওসি জানান, দুপুর ১টার দিকে পিন্টুকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে বেলা ১১টার দিকে ওয়াসা থেকে তাকে আটক করেন তারা।
তার বিরুদ্ধে চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এর আগেও একই প্রতিষ্ঠানের শ্রমিক সর্দার রফিক মিয়াকে হুমকি দিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা চাঁদা গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পাঠকের মতামত
একটু রিহার্সেল চলছে ক্ষমতায় আসার আগে। এরেষ্ট না করলেও হতো।
কোন দূর্নীতিবাজ দল যেন ক্ষমতায় না আসে জনগণকে হুশিয়ার থাকতে হবে
হারাম.....