ঢাকা, ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, বুধবার

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। মঙ্গলবার ভোররাত ৫টার দিকে খুলনা মহাসড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুর গ্রামের মহসিন ইসলাম (২৬), একই উপজেলার ছড়া গ্রামের আবু বক্কার (৫৫), বাবু মোল্লা (৪০), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজরা গ্রামের নাহিদ কারিগর (১৯) ও গ্রীন এক্সপ্রেসের হেলপার মাগুরার বাগিয়া গ্রামের পীকুল শেখ (৪২)। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, নিহতদের মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহত ২৭ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ১৭ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব কৈখালী গ্রামের নূর আলম গাজী (২৮) জানান, তারা সকলে সাভারের আমতলী এলাকার একটি ইটভাটার শ্রমিক। ছুটি শেষে ৩২ হাজার টাকায় একটি যাত্রীবাহী বাস রিজার্ভ করে তারা কর্মস্থলে ফিরছিলেন। কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই হাসপাতালে চিকিৎসাধীন আহত আরেক ইটভাটার শ্রমিক রানা মালি (২৯) জানান, দুর্ঘটনার সময় তারা সকলে ঘুমাচ্ছিলেন। কীভাবে এ দুর্ঘটনা ঘটলো তা তার জানা নেই। এদিকে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক নিহত প্রত্যেক পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও আহত ১৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ চন্দ্র বড়ই বলেন, গ্রীন এক্সপ্রেস বাসটি বামদিক থেকে ডান দিকে (রং সাইড) চলে গিয়ে আমতলীগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ ৩৬ কোটি টাকার অবকাঠামো তালাবদ্ধ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status