বিনোদন
আরশ-সুনেরাহকে জুটি করে নির্মাণে ফিরলেন বান্নাহ
স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৪, সোমবার
দীর্ঘদিন পর কাজে ফিরেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার স্বপক্ষে বেশ সরব ছিলেন তিনি। মাঠে যেমন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তেমনি সামাজিক মাধ্যমেও বলেছেন। এখনো গণহত্যার বিচার চেয়ে নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছেন বান্নাহ। তবে এরইমধ্যে বান্নাহ ভক্তদের জন্য সুখবর হলো নতুন নাটক নির্মাণ করছেন তিনি। ব্যাক টু ব্যাক দু’টি নাটকের শুটিং তিনি করছেন। দু’টি নাটকেই জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এর আগে সুনেরাহকে সিনেমা ও ওটিটিতে দেখা গেলেও নাটকে তার তেমন একটা দেখা মেলেনি। বান্না’র নির্মাণেও এটি তার প্রথম কাজ। আরশের সঙ্গেও সুনেরাহর জুটি এই প্রথম। এরইমধ্যে ‘আমি তুমি, তুমি আমি’ শীর্ষক একটি নাটকের কাজ শেষ করেছেন তারা। গতকাল বান্নাহ তাদের নিয়ে শুটিং করেছেন দ্বিতীয় নাটকের। নাম ‘ছুঁয়ে দেখা স্পন্দন’। বান্নাহ আরশকে নিয়ে এর আগেও কাজ করেছেন। সেগুলো দর্শকপ্রিয়ও হয়েছে। এবার সুনেরাহকে নেয়ার কারণ জানতে চাইলে এ নির্মাতা বলেন, ওকে নিয়ে কাজ করার প্রথম কারণ হলো নতুনত্ব। আর দু’টি নাটকের যে চরিত্র, তাতে সুনেরাহকে খুব ভালো মানিয়ে যায়। এ কারণেই মূলত নেয়া। আমার বিশ্বাস আরশ-সুনেরাহ জুটিকে দর্শকও ভালোভাবে গ্রহণ করবেন এ দু’টি নাটকের মধ্যদিয়ে।