ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ফরিদপুরে হাসিনা-কাদেরসহ ৫০০ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টা মামলা

ফরিদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
mzamin

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হকসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গতকাল গণমাধ্যমের কাছে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধাীন রয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় তার স্কুল পড়ুয়া কন্যা ওই আন্দোলনের একটি মিছিলে অংশ নেয়। মিছিল চলাকালীন সময় ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্যান্য শিক্ষার্থীদের মতো আমার মেয়েও আহত হয়, গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উল্লেখ করেন এই হামলার পেছনে মূল উস্কানিদাতা হিসেবে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।

পাঠকের মতামত

এই মামলা গুলোতে যাদের অভিযুক্ত করা হয় তাদের পাশা-পাশি অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামী করে করা মামলায় অজ্ঞাতনামাদের স্থানটি পূরণ হয় এই অপরাধের সাথে যুক্ত নয় এমন ব্যাক্তিদের নাম দ্বারা।সমাজের অপরাধী চক্র তাদের স্বার্থ উদ্ধারে এই সুযোগ গুলোকে কাজে লাগায় ।এতে পুলিশের ও রম-রমা বাণিজ্য হয়। আর ভুক্তভোগিরা সৈর শাসন আর পরবর্তি অন্তরবর্তি কালীন সরকারের পার্থক্য খুজে পাননা।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া
১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ৪:৩৪ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status