বাংলারজমিন
হবিগঞ্জে যুবককে গণধোলাই পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
হবিগঞ্জের নোয়াহাটি উদয়ন সংসদ পূজামণ্ডপে নাশকতার চেষ্টাকারী সন্দেহে রুমন মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। মণ্ডপের দায়িত্বরতরা জানান, বিকাল ৩টার দিকে ওই ষুবক পূজামণ্ডপের পাশের দেয়াল টপকে মণ্ডপের পিছনের দিকের সন্দেহজনক তৎপরতা চালায়। এসময় এক নারী তার এ কাজ দেখতে পেয়ে মূর্তি ভাঙচুর করছে বলে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা চালায়। এসময় পান্না নামে এক আয়োজককে একজনকে আঘাত করে সে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আবার তাকে ধরে নিয়ে আসে। এসময় তাকে আটকে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আটক রুমন মিয়া শহরতলীর আনোয়ারপুর গ্রামের আলী আমজদ মিয়ার ছেলে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুধাংশু সূত্রধর জানান, বাউন্ডারি টপকে এসে মণ্ডপের পিছনের টিন ও কাপড় খুলতে চেষ্টা করে। এখানে নেয়ার মত অন্য কিছু ছিল না। অবশ্যই অসৎ কোন উদ্দেশ্য নিয়ে সে এসেছিল। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবীর জানান, মন্দিরের পার্শ্ববর্তী নারিকেল গাছের ডাব চুরি করতে সেখানে গিয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটককৃত যুবক। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।