ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হবিগঞ্জে যুবককে গণধোলাই পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
mzamin

 হবিগঞ্জের নোয়াহাটি উদয়ন সংসদ পূজামণ্ডপে নাশকতার চেষ্টাকারী সন্দেহে রুমন মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে  সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। মণ্ডপের দায়িত্বরতরা জানান, বিকাল ৩টার দিকে ওই ষুবক পূজামণ্ডপের পাশের দেয়াল টপকে মণ্ডপের পিছনের দিকের সন্দেহজনক তৎপরতা চালায়। এসময় এক নারী তার এ কাজ দেখতে পেয়ে মূর্তি ভাঙচুর করছে বলে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা চালায়। এসময় পান্না নামে এক আয়োজককে একজনকে আঘাত করে সে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আবার তাকে ধরে নিয়ে আসে। এসময় তাকে আটকে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আটক রুমন মিয়া শহরতলীর আনোয়ারপুর গ্রামের আলী আমজদ মিয়ার ছেলে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য সুধাংশু সূত্রধর জানান, বাউন্ডারি টপকে এসে মণ্ডপের পিছনের টিন ও কাপড় খুলতে চেষ্টা করে। এখানে নেয়ার মত অন্য কিছু ছিল না। অবশ্যই অসৎ কোন উদ্দেশ্য নিয়ে সে এসেছিল। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবীর জানান, মন্দিরের পার্শ্ববর্তী নারিকেল গাছের ডাব চুরি করতে সেখানে গিয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটককৃত যুবক। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status