বিনোদন
১৮ই অক্টোবর মুক্তি ‘সেকশন ৩০২’
স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
অদ্ভুত এক রহস্যের জালে জড়িয়ে গেছে অনেক জীবন। কে সত্য, কে মিথ্যা? নতুন ওয়েব কনটেন্ট ‘সেকশন ৩০২’-এর পোস্টারের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে এমন ক্যাপশন। শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন নীল হুরেজাহান, তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার, নিশাত প্রিয়ম প্রমুখ। ১৮ই অক্টোবর মুক্তি পাবে বঙ্গ অরিজিনাল ‘সেকশন ৩০২’। এদিন দেখা যাবে প্রকল্পটির প্রথম পর্ব ‘আয়নামহল’।