অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার পূজার জন্য সরকার সবচেয়ে বেশি টাকা দিয়েছে, উদযাপনও ভালো হচ্ছে
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

ফাইল ফটো
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার দুর্গাপূজার জন্য সরকারের থেকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে। খুবই ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। শনিবার সকালে মুন্সীগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে দেওয়া হতো দুই বা তিন কোটি টাকা। এবার পূজার জন্য চার কোটি টাকা দেওয়া হয়েছে।’
পূজায় সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার, নেভি, এয়ারফোর্স ও র্যাব সদস্যদের নিয়োজিত করা হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আস্তে আস্তে থানা পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে।’
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাসাড়া পালেরবাড়ী মন্দিরসহ সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখরব নেন তিনি।