ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ভোলাহাটে সেই ইমামকে চাকরিতে পুনর্বহাল করছে কমিটি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, শনিবার
mzamin

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় চাকরিচ্যুত করা সেই ইমাম মাওলানা মো. ওসমান গনিকে চাকরিতে পুনর্বহাল করেছে মসজিদ কমিটি। গত শুক্রবার জেলার ভোলাহাট উপজেলায় এক মসজিদে জুমার খুতবার মধ্যে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের ওপরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের বিষয়ে কথা বলার ঘটনায় চাকরিচ্যুত করা হয়েছিল তাকে। তিনি উপজেলার দলদলি ইউনিয়নের পীরগাছি জামে মসজিদে ৩ বছর থেকে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৫ই অক্টোবর রাতে পেশ ইমামকে চাকরিচ্যুত করা হয়েছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে গত বৃহস্পতিবার মসজিদ কমিটি ইমামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মীমাংসা করে ইমামকে তার দায়িত্ব ফিরিয়ে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইমাম ও মসজিদের সভাপতি। এ বিষয়ে ওসমান গনি বলেন, ৭ই অক্টোবর মসজিদ কমিটি আমাকে নিয়ে আসার জন্য যোগাযোগ করলে আমি বলেছিলাম, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারা যদি আমাকে ইমাম হিসেবে চাই তাহলে আমি যাবো। কমিটি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমাকে নিয়ে এসেছে। মসজিদ কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, আমরা ইমামকে নিয়ে এসেছি, আজকে জুমার নামাজের ইমামতি করেছে। উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের খুতবায় রাসুল (সা.) এর ইসলাম প্রচারে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। রাসুলের নির্যাতনের নানা দিক তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন ইমাম। রাসুলের সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনার একপর্যায়ে যুগে যুগে নবী-রাসুল, পীর-মাশায়েখদের ওপর জুলুম নির্যাতনের বর্ণনায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মামুনুল হকসহ আলেম-ওলামাদের ওপরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলায় তাকে খুতবারত অবস্থায় অপমান অপদস্থ করে। এমনকি কাউকে না জানিয়ে চাকরিচ্যুত করে মসজিদ কমিটি।

চাকরিচ্যুত করার বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে উপজেলার জনসাধারণ।

পাঠকের মতামত

আর মানুষ হবে না। লজ্জাহীন

md asraful islam
২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৭:৪০ পূর্বাহ্ন

সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেফতার করে ন্যায়বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক অবিলম্বে। অন্যথায় ভবিষ্যতেও আলেম উলামার উপর অত্যাচার নির্যাতন চলার আশংকা রয়েছে। স্বাধীন বাংলাদেশে এতবড় স্পর্ধা!

ইরফান
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status