বিশ্বজমিন
শ্রদ্ধা জানাতে রতন টাটার শেষকৃত্যে যোগ দিচ্ছে শত শত মানুষ
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন
শেষ শ্রদ্ধা জানাতে ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শত শত মানুষ। বর্তমানে মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে রতনের মৃতদেহ। রাজনীতিবিদ থেকে শুরু করে সেলিব্রেটি, সাধারণ মানুষ সহ অনেকেই উপস্থিত হয়েছেন ৮৬ বছর বয়সে মারা যাওয়া শিল্পপতি রতনের শেষকৃত্য অনুষ্ঠানে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বুধবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার প্রয়াণে শিল্প বাণিজ্যের এক মহীরুহের পতন হলো। প্রথমে ভারতের জাতীয় পতাকায় মোড়ানো রতন টাটার মৃতদেহ মুম্বাইয়ের একটি সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছিল। পরে সেখান থেকে মৃতদেহ দক্ষিণ মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ নরিম্যান পয়েন্টে প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকে বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে রতনের। এই শেষকৃত্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা রয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শেষ হওয়ার পর রতনের মৃতদেহ কোলাবায়ায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর রতন টাটা ভারতের অন্যতম ধনী এবং সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী পরিবারে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে তিনি পার্সি সম্প্রদায়ভুক্ত।
ভারতের ধনকুবেরদের নিয়ে অনেক বিতর্ক ও টাকা পাচারের যেমন আদানী, নিরব,মোদী, ললিত মোদীদের নিয়ে টাকা পাচার সহ প্রতারণার অভিযুগে অভিযুক্ত। অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত সরকার নীরব মোদী জেল খাটছে লন্ডনের জেল খানায়।এদের মধ্যে ব্যতিক্রম টাটা গোষ্ঠী। রতন টাটা একজন সমাজসেবক শ্রমিক দরদী এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব গুনীজন রতন টাটার প্রতি রইলো শ্রদ্ধা। তাঁর প্রয়াত আত্না প্রশান্তিময় হউক।
ভারতীয় শিল্প প্রতিষ্ঠান টাটা শুধুমাত্র প্রতিষ্ঠান নয় এটা ভারতের আইকন। তার আজীবন চেয়ারম্যান রতন টাটা শুধু ভারত বরেন্য নন তিনি বিশ্ব বরেণ্য।তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা।