ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নবীনগরের ইউএনও বদলি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৪, শনিবার
mzamin

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির আদেশ বাতিল ও লক্ষ্মীপুর থেকে নবীনগরে পদায়ন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের বদলি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এ ছাড়াও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ভাইরাল। গতকাল দুপুরে ছাত্র-জনতার ব্যানারে নবীনগর প্রেস ক্লাবের সামনে আলাদাভাবে দু’টি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দু’টি সমাবেশ থেকেই বদলি আদেশ বাতিল করার দাবি জানানো হয়। নবীনগর উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে  মারুফুল ইসলাম, মুন্না, আফরোজা জাহান, আঁখি, মাহির এর নেতৃত্বে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন,   উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের বদলি আদেশ বাতিল করে নবীনগরেই পুনর্বহাল করতে হবে। আর লক্ষ্মীপুরের  দুর্নীতিগ্রস্ত ইউএনওকে নবীনগরে আসতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। 
অপরদিকে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীদের   ব্যানারে  অথৈ, জান্নাতুল,  সাফির নেতৃত্বে  সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে অপসারিত দুর্নীতিগ্রস্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানকে নবীনগরে বদলি বাতিল করতে হবে। তার মতো দুর্নীতিগ্রস্ত  ইউএনওকে আমরা চাই না। গত ৩রা অক্টোবর সরকারি এক প্রজ্ঞাপনে নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ  শামীমকে রাঙ্গামাটির বিলাইছড়িতে এবং লক্ষ্মীপুর সদরের ইউএনও আরিফুর রহমানকে নবীনগরে বদলি করার প্রজ্ঞাপন জারি করা হয়। এরই  পরিপ্রেক্ষিতে আজকে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।  এ ছাড়াও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিবাদে ভাইরাল। উল্লেখ করা যেতে পারে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর  সারা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নবীনগরে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সাধারণ ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে-  সেটি সম্ভব হয়েছে নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের  বিচক্ষণতা, ভালোবাসা ও আন্তরিকতার   কারণে। আর সেই জন্যই  বিষয়টি মাথায় রেখে   উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি বাতিলের দাবি তোলা হচ্ছে।

 

 

পাঠকের মতামত

একজন বিনয়ী মার্জিত মানবিক ও কৌশলী অফিসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে অনেক ক্ষয়ক্ষতি হলেও নবীনগরে তাহার তাঁহার ত্বরিত পদক্ষেপে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আরো কিছুদিন থাকলে নবীনগরের জনসাধারণের জীবনমান উন্নয়নে তাঁহার অভিজ্ঞতা কাজে লাগবে।

Kamal Uddin
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১০:৪১ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status