বাংলারজমিন
রূপসী ঝরনায় ২ পর্যটকের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৪, শনিবার
চট্টগ্রামের মিরসরাই রূপসী ঝরনায় পা পিছলে কুপে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ এলাকার রূপসী ঝরনায় ১৩ বন্ধু ঘুরতে আসে। সকাল ৮টায় সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে দু’জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র মুসফিকুর রহমান আদনান (২১) ও লক্ষ্মীপুর জেলার মো. মুরাদের ছেলে নারায়ণগঞ্জ সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র মাহবুর রহমান মোক্তাকিন (২১)। জানা গেছে, ঝরনার উপর থেকে ছবি তুলতে গিয়ে মুত্তাকিন পড়ে যায়। তাকে তুলতে গিয়ে আদনান পড়ে যায়। সবাই মিলে অনেক খোঁজার পর তাদের না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মিরসরাই ফায়ার স্টেশন খবর দেয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট ও চট্টগ্রামের ডুবুরি ইউনিট কাজ করে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঝরনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১টার পর ২ পর্যটকদের মৃতদেহ উদ্ধার করে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোমিন উদ্দিন জানান, নিহত পর্যটকদের লাশ উদ্ধারের পর মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। মিরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, নিহত পর্যটকদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।