বাংলারজমিন
আনোয়ারায় নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৪, শনিবারচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদীতে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওনার বয়স আনুমানিক ৪৫ বছর। শুক্রবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের শঙ্খ নদীর জেলেপাড়া এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৪
ঢাকা-সিলেট ৬ লেন ও সিলেট-তামাবিল ৪ লেন প্রকল্প / পাল্টে যাবে ফেঞ্চুগঞ্জ সড়কের চিত্র
১০