বিনোদন
অস্কারে যাচ্ছে ‘বলী’
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
প্রতিবছর একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) পর্বে মনোনয়নের জন্য সিনেমা পাঠানো হয় বাংলাদেশ থেকে। এবার অস্কারের ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে দেশ থেকে মনোনয়নের জন্য যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত এবং নাসির উদ্দিন খান অভিনীত ‘বলী (দ্য রেসলার)’। সিনেমাটি দেখার পর ১লা অক্টোবর রাতে ‘বলী’কে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।